নিজস্ব প্রতিবেদন: মেঘালয় বিধানসভা নির্বাচনে এবার ভোট দেবে ইতালি, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া এবং সুইডেন! কি চমকে গেলেন নাকি? তাহলে, আরেকটু ধৈর্য ধরুন, আরও চমক বাকি রয়েছে। এই ভোটে ভোট দেবে সিস্টার প্রমিসল্যান্ড, হলিল্যান্ড, জেরুজালেমও! ভাবছেন, এ কেমন করে সম্ভব, তাই তো? আহা! ভোট তো দেবেই, কারণ এঁরা তো সকলেই ভারতের নথিবদ্ধ ভোটার।


আরও পড়ুন- পুষ্পা স্পর্শে ভাষা পাচ্ছে অন্ধকারের স্বপ্ন


মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার উমনি তার এলকা গ্রামের অধিকাংশ মানুষের নামই ইতালি, আর্জেন্টিনা বা সুইডেন। স্থানীয় নির্বাচিত প্রধান 'সর্দার' প্রিমিয়ার সিং জানাচ্ছেন, এলাকাবাসীরা ইংরেজি নাম খুবই পছন্দ করেন। বহুক্ষেত্রেই এসব নামের মানে না জেনেই নামকরণ করে ফেলেন তাঁরা। তবে রসিক মানুষরা অবশ্য বলছেন, ভাগ্যিস তাঁরা না বুঝেই নাম রাখেন। তাই তো ভারতের এক অঙ্গ রাজ্যের নির্বাচনে অংশ নিতে পারে ইতালি, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া। তাছাড়া, সেক্সপিয়ার তো কবেই লিখে গিয়েছেন, "হোয়াটস ইন অ্যা নেম..."