ওয়েব ডেস্ক: ছবিতে সেন্সর বোর্ডের কাঁচি। বিতর্ক-প্রতিবাদ। এ সবের মধ্যেই ইউ টিউবে দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ানের ট্রেলার লঞ্চ করলেন পরিচালক সুমন ঘোষ। নিজের ফেসবুক পেজেও অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রের ট্রেলার আপলোড করেছেন তিনি। অমর্ত্য সেনের মুখে হিন্দুত্ব, হিন্দু, গরু, গুজরাত শব্দগুলি শোনা গেছে যা তথ্যচিত্র থেকে বাদ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সমালোচনার মুখেও বোর্ডের প্রধান, পহলাজ নিহালনি বলে দিয়েছেন, তাঁদের কাজ তাঁরা করেছেন। পরিচালক চাইলে ট্রাইব্যুনালে যেতে পারেন। পরিচালক সুমন ঘোষ জানান সেন্সর বোর্ডের নির্দেশ তিনি মানবেন না। প্রয়োজনে অনলাইনে ছবি রিলিজ করবেন। এরপরই ইউ টিউবে এল দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ানের ট্রেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING