রাসায়নিক অস্ত্রের হামলা মোকাবিলার প্রশিক্ষণ দিতে হবে সেনাকে: রাজনাথ সিং
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টাবলিশমেন্টের এক সভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
নিজস্ব প্রতিবেদন: রাসায়নিক ও বায়োলজিক্যাল অস্ত্রের হামলার জন্য তৈরি থাকতে হবে সেনাবাহিনীকে। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেনাকে দিতে হবে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টাবলিশমেন্টের এক সভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন-কর্পোরেট কর কমানোর ঘোষণা ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী মোদী
উল্লেখ্য, গোয়ালিয়রের এই প্রতিষ্ঠানটি যে কোনও ধরনের কেমিক্যাল ও বায়োলজিক্যাল নমুনার পরীক্ষা করে থাকে। গত ৪৫ বছর ধরে এই ল্যাবোরেটরিটি কাজ করে আসছে।
শুক্রবার রাজনাথ সিং ওই প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে বলেন, ‘কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি করতে পারে। এমন সব অঞ্চলে আমাদের সেনা মোতায়েন রয়েছে যেখানে ওইসব অস্ত্রের হামলা হতে পারে। এর মোকাবিলায় জওয়ানদের উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন। তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম থাকতে হবে।’
আরও পড়ুন-তৃণমূল কি ভেবেছিল রাজ্যপাল তাদের এজেন্ট হবেন? যাদবপুর ইস্যুতে পাল্টা কটাক্ষ দিলীপের
রাজনাথ সিং আরও বলেন, ‘রাসায়নিক ও বায়োলজিক্যাল অস্ত্রের মোকাবিলায় ডিআরডিই বেশকিছু প্রযুক্তি ও উপকরণ উদ্ভাবন করেছে। এর সাহায্যে ওইসব বিষাক্ত পদার্থকে চিহ্নিত করা যায়। যে কোনও রাসায়নিক অস্ত্রের মোকাবিলায় এটা আগে প্রয়োজন। ইতিমধ্যেই ভারতীয় সেনা ডিআরডিই-র তৈরি করা কিছু উপরকণ ব্যবহার করছে।’