কর্পোরেট কর কমানোর ঘোষণা ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর প্রথম বাজেট পেশ করেও, অনেক সিদ্ধান্তে পরিবর্তিত সময়ে পিছু হটতে হয়েছে। শুক্রবার, কর্পোরেট কর কমিয়ে ফের সেই পথেই হাঁটলেন নির্মলা সীতারামন

Updated By: Sep 20, 2019, 02:36 PM IST
কর্পোরেট কর কমানোর ঘোষণা ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী মোদী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা করেছেন। নির্মলার এই ঘোষণার পর মুখ থুবড়ে পড়া শেয়ার বাজারও বেশ চাঙ্গা। সেনসেক্স বেড়েছে এক ধাক্কায় ২ হাজার পয়েন্ট। বাজার উর্ধ্বমুখী দেখে বোঝা যাচ্ছে ভরসা পাচ্ছেন লগ্নীকারীরা। এমতাবস্থায় ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

নির্মলা সীতারামনের ঘোষণার পরই প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক। মেক ইন ইন্ডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিদ্ধান্ত।” নরেন্দ্র মোদীর কথায়, বিদেশি লগ্নিকারীদের আকৃষ্ট করবে বিনিয়োগ করতে। বেসরকারি সংস্থাগুলিতে প্রতিযোগিতা এবং কর্মসংস্থান বাড়বে। যা ১৩০ কোটি দেশবাসীকে জয়ের লক্ষ্যে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর দাবি, গত কয়েক সপ্তাহ ধরে একাধিক ঘোষণায় স্পষ্ট সরকার আর্থিক মন্দা কাটাতে চেষ্টার ত্রুটি রাখছে না। এ দিন ফের ৫ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখান মোদী। তাঁর দাবি, এই ঘোষণায় সমাজের বিভিন্ন স্তরে উন্নতি এবং সমৃদ্ধি হবে যা ৫ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে পৌঁছতে সহয়তা করবে।

আরও পড়ুন- দলীয় কার্যালয়েই বাগবিতণ্ডা, স্ত্রীকে কষিয়ে থাপ্পড় বিজেপি নেতার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর প্রথম বাজেট পেশ করেও, অনেক সিদ্ধান্তে পরিবর্তিত সময়ে পিছু হটতে হয়েছে। শুক্রবার, কর্পোরেট কর কমিয়ে ফের সেই পথেই হাঁটলেন নির্মলা সীতারামন। গোয়ায় সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর ঘোষণা, দেশীয় কোম্পানি ক্ষেত্রে কর্পোরেট কর ৩৫ শতাংশ কমিয়ে ২৫.১৭ শতাংশে নিয়ে আসা হবে। এর মধ্যে সারচার্জ এবং সেস যুক্ত রয়েছে। এই অর্থবর্ষ থেকে কার্যকর হবে বলে জানান সীতারামন।

পাশাপাশি, নির্মলা সীতারামন বলেন, ফরেন পোর্টফলিও ইনভেস্টরস (এফপিআই)-এর আয়ে যে চড়া সারচার্জ বসানো হয়েছিল, তা থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর মুখে এমন খবর শুনেই চওড়া হাসি ফুটে লগ্নিকারীদের। তড়তড়িয়ে বাড়ে শেয়ার দর। এই মুহূর্তে সেনসেক্স ২০০০ এবং নিফটি ৬০০-র বেশি পয়েন্ট ঘোরাফেরা করছে। প্রায় প্রতিদিন নির্মলা যে দাওয়াই প্রয়োগ করছিলেন, কিন্তু এমন সাড়া দেখা যায়নি শেয়ার বাজারে।

.