নিজস্ব প্রতিবেদন : যেকোনও সময় আবার উরির মতো  হামলার ঘটনা ঘটতে পারে। বুধবার সতর্ক করলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। একইসঙ্গে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে পশ্চিম ও উত্তর সীমান্তে নজরদারি চালানোর জন্য আর্জি জানালেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাওয়াত বলেন, সীমান্ত ও উপকূল অঞ্চলে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে হবে। উরি হামলার মতো ঘটনা অচিরেই ঘটতে পারে বলে জানা যাচ্ছে গোয়েন্দা রিপোর্টে। একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর উন্নতিসাধনের উপরেও জোর দেন রাওয়াত। সেই প্রসঙ্গেই তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা স্বয়ংক্রিয় ব্যবস্থার গুরুত্বের কথা উল্লেখ করেন।


প্রসঙ্গত, ২০১৬-র ১৮ সেপ্টেম্বর উরির ভারতীয় সেনাছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারান ১৯ জন সেনাকর্মী। যার পরেই ১৮ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। ধ্বংস করে দেয় জঙ্গিদের লঞ্চিং প্যাডগুলি।


আরও পড়ুন, দুধ খেতে গিয়েই মৃত্যু ছোট্ট শেরিনের, জেরায় কবুল 'বাবা' ম্যাথিউসের