নিজস্ব প্রতিবেদন: ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তাঁর মন্তব্য, সুঞ্জানের সেনা ছাউনিতে হামলার চড়া মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। দরকারে ফের হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে বিপিন রাওয়াত বলেন,''যুদ্ধে নিজেদের লাভ দেখছে পাকিস্তান। তবে আমাদের কাছে সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আরও বিকল্প পথ খোলা আছে।'' রাওয়াত আরও বলেন, ''সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ পাকিস্তান বন্ধ করলেই সংঘর্ষ বিরতি মানবে ভারত।'' 


গত ১০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের সুঞ্জানে সেনার ৩৬ ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। শহিদ হন ৬ জন জওয়ান। মৃত্যুয় এক স্থানীয় বাসিন্দা। জখম হন ১০ জন। ৪ সন্ত্রাসবাদীকে খতম করে সদর দফতর জঙ্গিমুক্ত করে সেনা।  


আরও পড়ুন- নীরবে নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী