ডেরা কার্যালয় ঘিরে লাখখানেক ভক্ত, তাদের সরে যেতে নির্দেশ সেনার
ওয়েব ডেস্ক: শুক্রবার ডেরা-ভক্তদের তাণ্ডবের পর শনিবার সিরসায় রাম রহিম সিংয়ের কার্যালয় ঘিরে ধরল সেনাবাহিনী।
শনিবার সকালে হরিয়ানার সিরসায় ডেরার নটি কার্যালয় থেকে ভক্তদের বেরিয়ে যেতে নির্দেশ দিল সেনা। আস্তানার ভেতর থেকে বহু লাঠি উদ্ধার করা হয়েছে। কোনও অশান্তি না করেই রাম রহিম ভক্তরা কার্যালয় বেরিয়ে যান। ওইসব কার্যালয় সিল করে দিল সেনা। বাইরে অপেক্ষমান বাসে করে ওইসবে ভক্তদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে পঞ্চকুলার সিবিআই আদালত। তার পরই পঞ্জাব ও হরিয়ানায় তাণ্ডব শুরু করে দেয় ডেরা ভক্তরা। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০ জন। ডেরা ভক্তদের কার্যালয় থেকে ২৫০০ লাঠি উদ্ধার করা হয়েছে।
গতকালের অশান্তির পর আজও পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকা থমথমে। এখনও পর্যন্ত হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, নয়ডা, ও গাজিয়াবাদের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কার্ফু জারি রয়েছে পঞ্চকুলা, কৈথল ও সিরসায়।