ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণরেখায় পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সেনার গুলিতে নিহত ২ জঙ্গি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গি। নিয়ন্ত্রণরেখায় টহলদারিরত সেনারা কোনও কিছুর নড়াচড়া দেখে তাদের চ্যালেঞ্জ করে। এতেই শুরু হয়ে ‌যায় গুলির লড়াই।


সেনা বাহিনীর পক্ষ থেকে মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।


এদিকে, ফের ‌যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার রাতে জম্মুর অরনিয়া সেক্টকে গোলাগুলি শুরু করে পাক সেনা। সকাল সাতটা প‌র্যন্ত চলে সেই গুলিবর্ষণ। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।


আরও পড়ুন-ডিবিটি প্রকল্প চালুর ফলে ৫৭,০০০ কোটি টাকা বাঁচিয়েছে সরকার, জানালেন রবিশঙ্কর প্রসাদ