ডিবিটি প্রকল্প চালুর ফলে ৫৭,০০০ কোটি টাকা বাঁচিয়েছে সরকার, জানালেন রবিশঙ্কর প্রসাদ
ওয়েব ডেস্ক: ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি চালু করার ফলে বিপুল টাকার সাশ্রয় হয়েছে সরকারের। আগে ওই টাকা চলে যেত দালালদের পকেটে। হরিয়ানায় এক অনুষ্ঠানে জানালেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
উল্লেখ্য, সরকারের ৮৪টি প্রকল্পের মাধ্যমে উপকৃত হন দেশের ৩৩ কোটি মানুষ। ওইসব প্রকল্পগুলিকে এবছর ফেব্রুয়ারির মধ্যেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির আওতায় এনে ফেলা হয়েছে। এর ফলেই ওই বিপুল টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।
অন্যদিকে, আধার নিয়ে কথা বলতে গিয়ে রবিশঙ্কর বলেন, আধার হল একটি ডিজিটাল পরিচয়পত্র। এটি অত্যন্ত কার্যকরী। এবার ড্রাইভিং লাইসেন্সের সেঙ্গ আধার যোগ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি যানবাহন রেজিস্ট্রেশনের সঙ্গেও আধার লিঙ্ক করার পরিকল্পনা রয়েছে। এতে একাধিক লাইসেন্স তৈরি করানোর প্রবণতা রুখে দেওয়া যাবে।