নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে ভারত ও চিনের চাপানউতোরের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO) জওয়ানদের হাতে তুলে দিল মহাস্ত্র "ভারত"। যার সাহায্যে লাদাখ সীমান্তে শত্রুপক্ষের গতিবিধি হাতের মুঠোয় রাখতে পারবে ভারতীয় সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ভারত" হলো অত্যন্ত শক্তিশালী একটি ড্রোন। আকারে ছোট, হালকা কিন্তু ক্ষিপ্র এই ড্রোন পৃথিবীর সেরা নজরদারি ড্রোনগুলির একটি। এই ড্রোনটি তৈরি হয়েছে ডিআরডিওর চন্ডীগড়ের ল্যাবগুলিতে। ড্রোনটি কৃত্রিম মেধার মাধ্যমে শত্রু ও বন্ধুকে চিনে প্রয়োজন মতো পদক্ষেপ করতে পারে।


আরও পড়ুন: সোনা এখন শুধুই স্বপ্ন! ৫০ হাজার পার হল হলুদ ধাতু


এমনকি স্বয়ংক্রিয় ভাবেই নিখুঁত স্থানে নিজের কাজ সেরে ফেলতে পারে এই "ভারত।" ইউনিবডি বায়োমাইমেটিক ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি সব মিলিয়ে নজরদারির মারাত্মক সব গুণ রয়েছে এই মহাস্ত্র ড্রোনের। কঠোর প্রতিকূল অবস্থাও ড্রোনের কোনও ক্ষতি করতে পারবে না। অতি শীতল আবহওয়াতেও সমাম কার্যকরী এই ড্রোন। সব থেকে বড় কথা হলো কোনও রাডার নিশানা করা তো দূরের কথা পাত্তাই পাবে না এই ড্রোনের।