সোনা এখন শুধুই স্বপ্ন! ৫০ হাজার পার হল হলুদ ধাতু

শুধু সোনাই নয়। একইভাবে লাফিয়ে বাড়ছে রুপোর দামও। এক লাফে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬০,৭৮২ টাকায়।

Updated By: Jul 22, 2020, 02:51 PM IST
সোনা এখন শুধুই স্বপ্ন! ৫০ হাজার পার হল হলুদ ধাতু
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে হু হু করে বেড়েই চলেছে সোনা-রুপোর দাম। তবে, এবার নয়া রেকর্ড পার করল সোনার দাম। পঞ্চাশ হাজার ছুঁয়ে ফেলল ১০ গ্রাম পাকা সোনার দাম।

একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র-চিনের ট্রেড ওয়ারের প্রভাবে  বিনিয়োগকারীদের কাছে সোনার চাহিদা ছিলই। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস বিশ্বমারী।  বিনিয়োগের মাধ্যম হিসাবে আরও চাহিদা বাড়ে সোনার। ফলে স্বাভাবিকভাবেই লাফিয়ে বেড়েই চলেছে সোনার দাম। 

অন্যদিকে, চাহিদা প্রচুর হলেও জোগান কিন্তু বাড়েনি। উল্টে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের জুন কোয়ার্টারে ৯৬ শতাংশ কমেছে ভারতের সোনা আমদানি। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে স্থগিত হয়ে যায় পণ্য পরিবহণ। ফলে এপ্রিল মে মাস থেকেই সোনার আমদানি থেকে তলানিতে। 

তবে, শুধু সোনাই নয়। একইভাবে লাফিয়ে বাড়ছে রুপোর দামও। এক লাফে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬০,৭৮২ টাকায়।

এমন অবস্থায় সোনার দাম আবার কবে কমবে সে বিষয়ে অনিশ্চিত ব্যবসায়ী মহল। তাঁদের আন্দাজ, করোনাভাইরাস পরিস্থিতি থিতু হলেও বেশ কিছুদিন এমনই অগ্নিমূল্য থাকবে সোনার বাজার। আগামী কয়েক মাসে আপাতত সোনার চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন তাঁরা। আর সে দিক দিয়ে বিনিয়োগকারীরাও এখন বেশি আগ্রহী সোনার প্রতি।
আরও পড়ুন : মেয়ের সামনে মাথায় গুলি করেছিল দুষ্কৃতিরা, মারা গেলেন সেই সাংবাদিক

.