নিজস্ব প্রতিবেদন: দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বা তিন সামরিক বিভাগেরই প্রধান নিয়োগের আগে সেনা সার্ভিস রুল সংশোধন করল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চিফ অব ডিফেন্স স্টাফ অথবা তিন বাহিনীর প্রধানরা ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। বর্তমান সেনা আইন(১৯৫৪ সালের)অনুযায়ী তিন বিহিনীর প্রধানরা চাকরি করতে পারেন ৬২ বছর বয়স পর্যন্ত। ’


আরও পড়ুন-৩১ ডিসেম্বরের পর ব্লক হয়ে যেতে পারে এইসব ডেবিট কার্ড!


প্রতিরক্ষা মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সরকার মনে করলে জনস্বার্থে চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএসের কার্যকালের মেয়াদ বাড়াতে পারেন। তবে তা ৬৫ বছরের বেশি হবে না।’



উল্লেখ্য, চিফ অব ডিফেন্স স্টাফের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন একটি মন্ত্রক খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সিডিএস হবে ন একজন চার তারার অফিসার।  তাঁর বেতন হবে তিনি বাহিনীর প্রধানের সমান।  সরকারের সঙ্গে তিন বাহিনীর যোগসূত্র হিসেবে কাজ করবেন সিডিএস।  সূত্রের খবর, প্রথম সিডিএস হতে পারেন বর্তমান সেনা প্রধান বিপিন রাওয়াত। আগামী ৩১ ডিসেম্বর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।


আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের


প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিউক্লিয়ার কমান্ড অথরিটির সদস্য হবেন সিডিএস। প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান পরামর্শদাতাও হবেন তিনি।