নিজস্ব প্রতিবেদন: ফেব্রুয়ারিতে সংঘর্ষবিরতি ঘোষণা হলেও সীমান্তে অব্যাহত ভারত-পাকিস্তান (India-Pakistan) টানাপোড়েন। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর লঞ্চ প্যাডে ভারতে অনুপ্রবেশের (Infiltration) চেষ্টায় অপেক্ষা করছে প্রায় ১৪০ জন জঙ্গি। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন এক উচ্চ পদাধিকারী নিরাপত্তা আধিকারিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় ১৪০ জন পাক জঙ্গির উপস্থিতি অনুধাবন করতে পারছে ভারতীয় সেনা। তবে অনুপ্রবেশের চেষ্টা সফল হবে না বলেই আশ্বস্ত করেছেন তিনি। বলেন, 'জওয়ানদের সতর্কতা অবলম্বনে অতীতেও জঙ্গি অনুপ্রবেশ রোখা গিয়েছে।' গ্রে লিস্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ফের একবার জঙ্গিদের উপস্থিতিতে তা কতটা সত্যি, সেই প্রশ্নও উঠল।


আরও পড়ুন: 'উত্তরপ্রদেশই দেশকে বিকাশের পথ দেখাবে,' বিরোধীদের তোপ দেগে বললেন মোদী
আরও পড়ুন:ক্ষমতাসীন দলের অভিপ্রায় ও কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সোফিয়া খান


নিয়ন্ত্রণরেখা বরাবর মাটি শক্ত করতে চাইছে পাকিস্তান। গত বছরই পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেখানেই আবার পরিকাঠামো গড়ে তুলতে চাইছে ইসলামাবাদ। নিরাপত্তা আধিকারিকের মতে, কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর এই সমস্ত জঙ্গিরা গোপন সুড়ঙ্গে  গা ঢাকা দিয়েছিলেন। কেউ কেউ মিশে গিয়েছিলেন আমজনতার মাঝে। স্থানীয়দের সহযোগিতায় ফের তাঁরা সক্রিয় হয়েছেন বলে জানাচ্ছেন নিরাপত্তা আধিকারিকেরা। যদিও ভারতীয় সেনার তরফে সবরকম প্রস্তুতি রেখে চলা হচ্ছে বলে জানান তিনি।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)