ওয়েব ডেস্ক: ফের হোয়াটস অ্যাপের বিতর্কিত চ্যাটিংয়ের জন্য গ্রেফতার হতে হল একজন ছাত্রকে। এমনই ঘটনা ঘটেছে পুত্তুরে। কিন্তু কী এমন চ্যাটিং করছিল ওই ছাত্ররা যার জন্য এই ছাত্রকে পুলিস গ্রেফতার করল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত-পাকিস্তান টি২০ ম্যাচ চলাকালীন ঘটেছে এই ঘটনা। ম্যাচ চলাকালীন হোয়াটস অ্যাপে ম্যাচ নিয়ে চ্যাটিং করছিল কলেজ ছাত্রের একটা গ্রুপ। তারা ম্যাচ নিয়েই একে অপরের সঙ্গে কথা বলছিল। সেই সময় এক ছাত্র হঠাত্‌ 'জয় পাকিস্তান' বলে মন্তব্য করে। এই অপরাধেই পুলিস তাকে গ্রেফতার করেছে।


প্রসঙ্গে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিস জানিয়েছেন, ওই ছাত্রের করা মেসেজের স্ক্রিনশট সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরে ওই স্ক্রিনশট পুলিসের হাতেও আসে। এরপরেই ওই ছাত্রকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা ওই ছাত্রের ব্যাকগ্রাইন্ড খতিয়ে দেখেছে পুলিস। তবে সেখানে দেশদ্রোহীতার কোনও ছাপ পায়নি। তাই ওই ছাত্রের বিরুদ্ধে করা কেসও বন্ধ করে দেওয়া হয়েছে।