নিজস্ব প্রতিবেদন: মধুচক্র সন্দেহে রবিবার নয়ডার ১৪টি মাসাজ পার্লারে অভিযান চালায় উত্তর প্রদেশ পুলিস। গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। এর মধ্যে ২৫ জন মহিলা। বেশ কয়েক জন বিদেশিও রয়েছে বলে পুলিস জানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উত্তর প্রদেশের সেক্টর ১৮ এলাকায় মাসাজ পার্লারে মধুচক্র ব্যবসা চলত বলে পুলিস কাছে খবর ছিল। গৌতম বুদ্ধ নগর (গ্রামীণ)-এর এসপি বিনিত জয়সওয়াল বলেন, “সিনিয়র এসপি বৈভব কৃষ্ণের নেতৃত্বে রবিবার রাতে ১৪টি মাসাজ পার্লারে অভিযান চালানো হয়। মধ্য রাত চলে অভিযান।” একসঙ্গে পুলিসের ১৪টি দল অভিযান চালায়। এরমধ্যে রয়েছে ৭ সার্কেল অফিসার, ৮ স্টেশন হাউস অফিসার, ৩০ সাব ইনস্পেক্টর ও কনস্টেবল। এর মধ্যে মহিলা কনস্টেবলও রয়েছেন।


আরও পড়ুন- স্মার্টফোনে আত্মহত্যার ভিডিয়ো দেখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল ১২ বছরের মেয়ে!


পুলিস জানায়, ওই মাসাজ পার্লারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। মধুচক্র চালানো ছাড়াও নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে ওই পার্লারগুলির বিরুদ্ধে।