নিজস্ব প্রতিবেদন: অসুস্থতার কারণে দিল্লি এইমসে ভর্তি করানো হল অরুণ জেটলিকে। কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিত্সাধীন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর চিকিতসার দায়িত্বে রয়েছে ডাক্তারদের একটি দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকাল ১১টায় এইমসে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে বলে খবর। জেটলির স্বাস্থ্যের খোঁজখবর নিতে এইমসে পৌঁছে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও লোকসভার স্পিকার ওম বিড়লা। অরুণ জেটলিকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা স্পষ্ট নয়। বলে রাখি, গতবছর কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।


মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য উড়ে যাওয়ায় লোকসভা ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন পীযূষ। মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠনের আগে তাঁকে সামিল না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অরুণ জেটলি। তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রকে তাঁর কার্যকালে জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।      


আরও পড়ুন- বাস্তব মেনে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক পাকিস্তান: বিদেশমন্ত্রক