ওয়েব ডেস্ক : দুর্ঘটনায় চোট পেলেন অর্থমন্ত্রী। আজ দুপুরে হরিদ্বারে এই দুর্ঘটনাটি ঘটে। হরিদ্বারে বাবা রামদেবের পতঞ্জলি আশ্রমের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখান থেকে ফিরে আজ বিকেলে দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেওয়া কথা ছিল তাঁর। হরিদ্বার থেকে ফেরার সময় চপারে উঠতে গিয়েই ঘটে দু্র্ঘটনাটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পা পিছলে পড়ে যান জেটলি। চোট লাগে ডান পায়ে। প্রাথমিক চিকিত্সা ও পরীক্ষা-নিরীক্ষার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিপন্মুক্ত বলে জানান চিকিত্সকরা। এরপরই ফের দিল্লির উদ্দেশে রওনা দেন জেটলি। যোগ দিয়েছেন বৈঠকেও।


আরও পড়ুন, '১২৫ কোটির শক্তি আমার সঙ্গে, ২০২২-এ এক নতুন ভারতবর্ষ উপহার দেব!'