ওয়েব ডেস্ক: উনিশশো বাষট্টি সালের ভারত আর আজকের ভারত এক নয়। বেজিংয়ের চোখ রাঙানির জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। ভূটানের ডোকালা এলাকা নিয়ে বিরোধ। চিনের অভিযোগ সীমান্তে স্থিতাবস্থা আনতে হবে সিকিমের ডংলং থেকে সেনা সরাতে হবে ভারতকে। কয়েকদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, পাকিস্তান ও চিনের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ চালাতে ভারত তৈরি। এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে চিন। বেজিংয়ের বিদেশ মন্ত্রক জানায়, ৬২-র স্মৃতি মাথায় রেখে যুদ্ধের জিগির তোলা থেকে বিরত থাকুক দিল্লি। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী ড্রাগনের সেই হুমকিরই জবাব দিয়েছেন। থিংপুর সরকারি বিবৃতিকে উদ্ধৃত করে তিনি এও জানান, চিনই আগ বাড়িয়ে ভূটানের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। (আরও পড়ুন- 'সহানুভূতি' দেখিয়ে ক্যান্সার আক্রান্ত লিউ জিয়াবোকে মুক্তি দিল চিন)