সিএনজি দুর্নীতি নিয়ে কথা বলার সময় দেননি, তাই ভরা সভায় কালির ছিটে
দিল্লি সরকারের সিএনজি দুর্নীতি নিয়ে আদালতে যাবতীয় কাগজপত্র জমা দেবেন তিনি। জমা দেবেন স্টিং অপারেশনের ছবিও। গতরাতে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন ভাবনা অরোরা। গতকাল অরবিন্দ কেজরিওয়ালের গায়ে কালি ছিটিয়ে শিরোনামে উঠে আসেন দিল্লির এই তরুণী। আজ তাকে আদালতে পেশ করা হবে। ভাবনার দাবি, সিএনজি দুর্নীতি নিয়ে কথা বলার জন্য বারবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পরিবহণমন্ত্রী গোপাল রাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দুজনের কেউই তাঁকে সময় দেননি। বাধ্য হয়েই তাই ভরা সভায় দিল্লির মুখ্যমন্ত্রীর গায়ে কালি ছেটান তিনি।
ওয়েব ডেস্ক: দিল্লি সরকারের সিএনজি দুর্নীতি নিয়ে আদালতে যাবতীয় কাগজপত্র জমা দেবেন তিনি। জমা দেবেন স্টিং অপারেশনের ছবিও। গতরাতে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন ভাবনা অরোরা। গতকাল অরবিন্দ কেজরিওয়ালের গায়ে কালি ছিটিয়ে শিরোনামে উঠে আসেন দিল্লির এই তরুণী। আজ তাকে আদালতে পেশ করা হবে। ভাবনার দাবি, সিএনজি দুর্নীতি নিয়ে কথা বলার জন্য বারবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পরিবহণমন্ত্রী গোপাল রাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দুজনের কেউই তাঁকে সময় দেননি। বাধ্য হয়েই তাই ভরা সভায় দিল্লির মুখ্যমন্ত্রীর গায়ে কালি ছেটান তিনি।