নিজস্ব প্রতিবেদন: এবার পঞ্জাবেও লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের জন্য বিশেষ প্রকল্প! জল্পনা উসকে দিলেন অরবিন্দ কেজরিওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে কংগ্রেস ছাড়ার পর পঞ্জাব বিধানসভা ভোটের সমীকরণ বেশ জমে উঠেছে। বর্তমানে কংগ্রেস ক্ষমতায় থাকলেও ২০২২ এর বিধানসভা নির্বাচনে কী হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এর মধ্যেই ভোটের আগে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।


সোমবার পঞ্জাবের মোগা-র এক জনসভায় কেজরিওয়াল ঘোষণা করেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি মহিলার ব্য়াঙ্ক অ্যাকাউন্টে মাসে ১০০০ টাকা দেওয়া হবে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এটি হবে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।


আরও পড়ুন-অনুব্রতর মাস্টারস্ট্রোক! দেউচা পাচামি কয়লা খনির আগেই তৃণমূলে BJP ঘনিষ্ঠ আদিবাসী নেতা


উল্লেখ্য, ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় বর্তমানে আপ-এর দখলে রয়েছে ২০ আসন। কংগ্রেসে ভাঙ্গনের জোর এবার রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আম আদমি পার্টি।


এদিন মোগা-র সভায় তাঁকে অনুরকণ করার অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, 'পঞ্জাবে এখন এক ভুয়ো কেজরিওয়াল ঘুরে বেড়াচ্ছে। আমি যে প্রতিশ্রুতিই দিন, সেটাই সে দেয়। গোটা দেশে একমাত্র কেজরিওয়ালই বিদ্যুত্ বিল শূন্য নামিয়ে এনেছে। তাই ভুয়ো কেজরিওয়ালদের থেকে সাবধান।'


২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমনি অকালি দল ও বিজেপি জোটকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় কংগ্রেসের দখলে আসে ৭০ আসন। আপ দখল করে ২০টি আসন। শিরোমনি অকালি দলের ঝুলিতে যায় ১৫টি আসন। বিজেপি পায় মাত্র ৩টি সিট।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)