ওয়েব ডেস্ক: সাঙ্গ হল সাংবাদিক গৌরী লঙ্কেশের শেষকৃত্য। বুধবার বিকেল ৫টা নাগাদ বেঙ্গালুরুর চামরাজপেটে তাঁকে সমাধিস্থ করা হয়। প্রবীণ সাংবাদিকের শেষকৃত্যে হাজির ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ছিলেন তাঁর কয়েক হাজার সহকর্মী ও গুণমুগ্ধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরে নিজের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন বামপন্থী লেখিকা ও সাংবাদিক গৌরী লঙ্কেশ। ঘটনায় চরম প্রতিক্রিয়া দেখা দেয় দেশ জুড়ে। এর পিছনে হিন্দুত্ববাদীদের হাত রয়েছে বলে প্রাথমিক খবরে জানা যায়। যদিও বুধবার তদন্তভার সিটের হাতে তুলে দিয়ে এমন দাবির সত্যতা এখনই মানতে নারাজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।


আরও পড়ুন - গৌরী লঙ্কেশ হত্যায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, প্রতিবাদে পথে আম জনতা


বুধবার দুপুরে গৌরী লঙ্কেশের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুই চিকিত্সক দেহের ময়নাতদন্ত করেন। দ্যা হিন্দুতে প্রকাশিত খবর অনুসারে, চিকিত্সকরা জানিয়েছেন, গৌরী লঙ্কেশের দেহে তিনটি গুলির আঘাত মিলেছে। গুলি তাঁর দেহ ভেদ করে চলে গিয়েছে। যার ফলে তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরক্ত রক্তপাত ও ঘটনার আকস্মিকতায় মৃত্যু হয়েছে গৌরীর।


বুধবার বিকেল ৫টার কিছু আগে গৌরী লঙ্কেশের দেহ বেঙ্গালুরুর টিআর মিল গ্রাউন্ডসে পৌঁছয়। সেখানে সমাহিত করা বয় তাঁকে। তবে শেষকৃত্য অনুষ্ঠানে কোনও ধর্মীয় রীতি মানেননি পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে হাজির ছিলেন সিদ্দারামাইয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। 'অমর রহে অমর রহে, গৌরী লঙ্কেশ অমর রহে', স্লোগানে বিদায় জানানো হয় প্রবীণ সাংবাদিককে।