নিজস্ব প্রতিবেদন: বাবার পর ছেলে। যাবজ্জীবন সাজা হল ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের ছেলে নারায়ণ সাঁইয়ের।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সভায় হারাল শিশু, ভাষণ থামিয়ে খুঁজতে বললেন মমতা


মঙ্গলবার তার বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করে সুরাটের একটি আদালত। গত শুক্রবার শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত।



উল্লেখ্য, ২০১৩ সালে আসারাম ও তার ছেলে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে সুরাটের ২ কিশোরী। এদের মধ্যে একজন অভিযোগ করে, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত আশ্রমে থাকাকালীন তাকে একাধিকবার ধর্ষণ করে নারায়ণ সাঁই। ওই চাঞ্চল্যকর অভিযোগ ২০১৩ সালেই গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে।


আরও পড়ুন-অনুপমের পর বাবুলকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিলেন কেষ্ট কাকা 


শুক্রবার নারায়ণের তিন সঙ্গী গঙ্গা, যমুনা ও হনুমানকেও দোষী সাব্যস্ত করে আদালত। তবে মনিকা নামে এক মহিলাকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। প্রসঙ্গত, যোধপুরের আশ্রমে এক আবাসিককে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত আসারাম। তার যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।