ওয়েব ডেস্ক : রেল বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন অশ্বিনী লোহানি। এ কে মিত্তলের পদত্যাগের পর এবার রেল বোর্ডের চেয়ারম্যান পদে এলেন লোহানি। বর্তমানে এয়ার ইন্ডিয়ার সিএমডি পদে রয়েছেন লোহানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের আওরিয়ায় কৈফিয়ত এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই শুরু হয় জোর জল্পনা। কৈফিয়ত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পরই প্রবল চাপে পড়ে যায় গোটা রেল মন্ত্রক। পর পর রেল দুর্ঘটনার দায় নিযে বুধবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভুও। বুধবার দুপুরে পর পর বেশ কয়েকটি ট্যুইটে সেকথা জানান তিনি। রেল দুর্টনায় নিহত ও আহতদের জন্য তিনি ব্যথিত বলে দাবি করেন প্রভু।


প্রভু তাঁর ট্যুইটে লেখেন, ‘প্রায় তিন বছর রেলমন্ত্রী হিসাবে আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে  দশের পর দশক ধরে চলতে থাকা অবহেলার ঘাটতিকে নিয়মমাফিক কাজ করে পূরণের চেষ্টা করেছি। নতুন ভারত গড়তে গেলে রেলকেও আধুনিক করতে হবে। আমি সেই পথেই এগোচ্ছিলাম। পর পর রেল দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও মৃত্যুতে আমি ব‍্যথিত। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দুর্ঘটনার নৈতিক দায় নিয়েছি। উনি আমাকে অপেক্ষা করতে বলেছেন।’