সময়ে ট্রেন চালানো সম্ভব নয়, স্পষ্ট করলেন রেল বোর্ডের চেয়ারম্যান
যাত্রী নিরাপত্তাই রেলের অগ্রাধিকার, কলকাতায় এসে জানিয়ে দিলেন রেল বোর্ডের চেয়ারম্যান।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
সময়ানুবর্তিতার ব্যাপারে ভারতীয় রেল খাঁটি 'ভারতীয়'। নির্দিষ্ট সময়ে স্টেশন ট্রেন ঢুকলে এদেশে ব্যতিক্রমী ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলের সময় নিয়ে রসিকতাও ক্লান্তিকর হয়ে উঠেছে। কবে রেলের সময়ানুবর্তিতা ফিরবে? রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বনী লোহানিয়া সাফ জানালেন, এখনই সময়ে ট্রেন চালানো সম্ভব নয়।
কেন সম্ভব নয়? অশ্বনী লোহানিয়ার কথায়, ''যাত্রীদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। সে জন্য বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেল লাইন সারানোর কাজ। ব্যাহত হচ্ছে সময়ানুবর্তিতা। এতে আমাদের কিছু করার নেই।''
আরও পড়ুন- দুই বিধায়ক নিয়েই মেঘালয়ে কংগ্রেসের হাতে পেন্সিল ধরাল বিজেপি
শুধু দূরপাল্লার নয়, শহর ও শহরতলির ট্রেনগুলিও সময়ে চলাচল করে না। বিশেষ করে শিয়ালদহ শাখায় রেলের সময়ানুবর্তিতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। অশ্বনী লোহানিয়ার যুক্তি, শিয়ালদহ শাখায় প্রচুর ট্রেন চলাচল করে। বর্তমান পরিকাঠামোয় এত সংখ্যক ট্রেন সময়ে চালানো সম্ভব নয়। রেলমন্ত্রী পীযূষ গোয়েলও মনে করেন, যাত্রী নিরাপত্তাই অগ্রাধিকার। সেজন্য ইতিমধ্যেই পরিকাঠামোয় পরিবর্তন আনতে শুরু করেছে রেল।
আরও পড়ুন- ত্রিপুরায় বিজয় উত্সবের আবহেই আলাদা রাজ্যের দাবিতে চাপ বাড়াল বিজেপির শরিক