জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষার (এএসআই) দল সোমবার উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পৌঁছেছে। তাঁরা সেখানে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা করতে। হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট সুভাষ নন্দন চতুর্বেদী বলেছেন যে সমীক্ষার ফলাফল হিন্দুদের পক্ষে অনুকূল হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সুভাষ নন্দন চতুর্বেদী বলেন, ‘আমরা নিশ্চিত যে পুরো চত্বরটি শুধুমাত্র মন্দিরের। সমীক্ষার ফলাফল আমাদের অনুকূলে থাকবে’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী আইনজীবী সুধীর ত্রিপাঠি বলেছেন, ‘আজ জ্ঞানবাপী সমীক্ষা পরিচালিত হবে, এটি আমাদের জন্য একটি ভাল জিনিস... সকাল ৭ টায় সমীক্ষা শুরু হবে, এটি কতক্ষণ চলবে তা বলতে পারি না...’। রবিবার, সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এএসআই-এর দল বারাণসী পৌঁছেছে। উল্লেখযোগ্যভাবে, বারাণসী আদালত শুক্রবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি ASI সমীক্ষা করার নির্দেশ দিয়েছে, 'ওয়াজুখানা' এলাকা বাদ দিয়ে। কারণ এটি সিল করা হয়েছে।


আরও পড়ুন: Manipur Violence: বিভীষিকার মণিপুর! স্বাধীনতা সংগ্রামীর বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা হামলাকারীদের


হিন্দু পক্ষের পক্ষে উপস্থিত অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে যে আমার আবেদন মঞ্জুর করা হয়েছে এবং আদালত সিল করা ওয়াজুখানা বাদ দিয়ে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি ASI সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। আমি মনে করি ৩ থেকে ৬ মাসের মধ্যে সমীক্ষা সম্পন্ন করা যেতে পারে’।


সুভাষ নন্দন চতুর্বেদী, যিনি জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্ব করেন, তিনি বলেছেন আদালতের সিদ্ধান্ত এই মামলায় মোড় ঘুরিয়েছে। তিনি বলেন, ‘এএসআই সমীক্ষার জন্য আমাদের আবেদন গৃহীত হয়েছে। এটি মামলার একটি টার্নিং পয়েন্ট’। ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার (এএসআই) দ্বারা সমগ্র জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গনের একটি ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করার নির্দেশ চেয়ে হিন্দু পক্ষের দায়ের করা একটি পিটিশনের ক্ষেত্রে আদালত এই আদেশ ঘোষণা করেছে।


আরও পড়ুন: Manipur Violence: বিভীষিকার মণিপুর! তরুণীকে অপহরণ করে অস্ত্রধারী যুবকদের হাতে তুলে দিল মহিলা সংগঠন, তারপর.....


পিটিশনটি এই বছরের মে মাসে পাঁচজন মহিলা মিলে দায়ের করেছিল যারা অন্য একটি আবেদনে এর আগে মন্দির কমপ্লেক্সের ভিতরে ‘শ্রিংগার গৌরী স্থল’-এ প্রার্থনা করার অনুমতি চেয়েছিলেন। একটি কাঠামো যাকে হিন্দু পক্ষ ‘শিবলিঙ্গ’ এবং মুসলিম পক্ষ ‘ঝর্ণা’ বলে দাবি করা হয়েছে তা গত বছরের ১৬ মে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত মসজিদের আদালতের নির্দেশিত সমীক্ষার সময় পাওয়া গিয়েছিল।


এদিকে, মসজিদ কমপ্লেক্সের এএসআই সমীক্ষার জন্য বারাণসী আদালতের আদেশের বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটির দায়ের করা একটি পিটিশনের উপর সুপ্রিম কোর্ট আজ শুনানি করবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)