আশ্বাস দিয়েও সহযোগিতা মেলেনি, কেজরিকে তোপ দিব্যার; মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় কেন্দ্র
সরকারি অসহযোগিতা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে তোপ কুস্তিগীরের।
নিজস্ব প্রতিবেদন: সদ্য এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন দিব্যা কাকরন। বুধবার দেশের রাজধানীতে সফল ক্রীড়াবিদদের সংবর্ধনা সভার আয়োজন করেছিল কেজরিওয়াল সরকার। দিল্লির মুখ্যমন্ত্রীর সমানেই রাজ্য সরকারের ভূমিকায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন কাকরন।
কাকরনের কথায়, ''কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আপনি। দিয়েছিলেন সহযোগিতার আশ্বাস। কী দরকার জানতে চেয়েছিলেন? কিন্তু তার পরে আমার ফোনও ধরেননি আপনি। সরকারি কোনও সহযোগিতা পাইনি''। কাকরন আরও বলেন, ''আমরা সরকারি সহযোগিতা পেলে আরও অনেক কিছু করতে পারতাম। হরিয়ানা ক্রীড়াবিদদের ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। আগে দিল্লি ২০ লক্ষ টাকা দিত। এখন বাড়িয়ে করেছে ১ কোটি টাকা। হরিয়ানার ছেলেমেয়েরা দুধ-ঘি খাচ্ছে বলেই ভাল করছে তা নয়, দিল্লির ক্রীড়াবিদরাও পারবে। কিন্তু এখন জেতার পর সহযোগিতা না করে যদি দরকারে করা হয়, তা হলে ভাল হয়। আমরা তো যা হোক করে পেরেছি, নতুন ছেলেমেয়েদের দিকে একটি বার লক্ষ্য দিন। তাঁদের সহযোগিতা করুন''।
এশিয়ান গেমসে পদকজয়ী ক্রীড়াবিদের এমন ক্ষোভ সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, ''আমরা আসার আগে দিল্লির ক্রীড়ানীতিতে প্রচুর ত্রুটি ছিল। সরকারে আসার পর সেগুলি ঠিক করার চেষ্টা করেছি। সংবাদ মাধ্যমে তো পড়েছেনই, আমাদের সব কাজেই বাধা দেওয়া হচ্ছে। আপনি নন, আরও অনেক ক্রীড়াবিদই আসতেন। সব সিদ্ধান্তই উপরে আটকে গিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর আজকের ঘোষণা করতে পেরেছি। ২৮ অগাস্টের মন্ত্রিসভার বৈঠকে ঠিক করেছিলাম, ক্রীড়াবিদদের সংবর্ধনা দেব''।
বিরোধী বিজেপির বক্তব্য, নিজের ব্যর্থতা ঢাকতে মোদী সরকারকে কাঠগড়ায় তোলা কেজরিওয়ালের স্বভাব হয়ে দাঁড়িয়েছেন। দোষারোপের রাজনীতিই করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- মেট্রোর কাজ চলার সময়ে মনে হত যেন ভূমিকম্প হচ্ছে: মাঝেরহাটে গিয়ে বললেন মমতা