নিজস্ব প্রতিবেদন: রমজানে ভোটগ্রহণ নিয়ে তৃণমূলের অবস্থানের কড়া সমালোচনা করলেন AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি। তিনি এদিন বলেন, রমজানে ভোট নিয়ে রাজনীতি করছে কয়েকটি দল। রমজান মাসে স্বাভাবিক জীবন যাপন করেন মুসলিমরা। ভোট দিতে তাদের কোনও সমস্যা নেই। নিজেদের রাজনৈতিক লাভের জন্য রমজানকে ব্যবহার করা ঠিক নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন ওবেইসি বলেন, 'রমজানে এদেশের মুসলিমরাও রোজা রাখবেন। তাঁরা ভোটও দেবেন। রমজানে মুসলিমরা স্বাভাবিক জীবন যাপন করেন। আমার মনে হয় রমজানে নির্বাচন হওয়ায় আরও বেশি করে ভোট দেবেন মুসলিমরা।'


বলে রাখি, রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোড়া। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৭ দফায় নির্বাচন হবে গোটা দেশে। সাত দফাতেই ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। 


রমজানে ভোট নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিল কমিশন


নির্ঘণ্ট প্রকাশের পর তৃণমূলের তরফে প্রথম প্রতিক্রিয়ায় মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, সংখ্যালঘুদের ভোটদানে বিরত করতেই রমজানে ভোট ফেলা হয়েছে। বিজেপি চায় না মুসলিমরা ভোট দিক। 


পালটা প্রতিক্রিয়া কমিশনের তরফে জানানো হয়েছে, রমজানের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। তাই রমজানের বিশেষ দিনগুলি ও শুক্রবার ভোটগ্রহণের দিন ফেলা হয়নি।