ওয়েব ডেস্ক:  'হাম দো, হামারে দো' এবার ফিরে এল বিজেপি শাসিত অসমে। অসমবাসী কটি সন্তানের জন্ম দেবেন, সেটাও নির্ধারণ করে দিতে বিশেষ আইন আনছে অসম সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দু'য়ের বেশি সন্তান হলে অসমবাসীদের আর ভাগ্যে জুটবে না সরকারি চাকরি।এই আইন নিয়ে বিস্তর আলাপ আলোচনার পর শুক্রবার বিধানসভায় তা পাশ হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তির দু'য়ের বেশি সন্তান থাকলে, তিনি সরকারি চাকরি পাবেন না। পাশাপাশি পঞ্চায়েত কিংবা কর্পোরেশন ভোটে তাঁকে মনোনীত বা নির্বাচিত করা যাবে না। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলে এই বিষয়ে দ্রুত পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।


২০০১ সালে জনগণনা অনুযায়ী, অসমের জনসংখ্যা ছিল ২ কোটি ৬৬ লক্ষ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির ওপর হ্রাস টানতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।