জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপির আমলে একের পর এক জায়গায় নাম বদল হয়েছে। এক্ষেত্রে এগিয়ে উত্তরপ্রদেশ। এবার অসমের বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জের নাম বদলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্ষেত্রে তিনি সামনে খাড়া করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নিয়োগ মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের! বেঁধে দেওয়া হল কিছু শর্ত...


মঙ্গলবার অসম বিধানসভায় সিদ্ধান্ত হয়েছে অসমের করিমগঞ্জের নাম হবে শ্রীভূমি। এনিয়ে হিমন্ত বিশ্বশর্মা সমাজমাধ্যমে লিখেছেন, এক শতাব্দী আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের করমিগঞ্জের নাম দিয়েছিলেন শ্রীভূমি। অর্থাত্ মা লক্ষ্ণীর ভূমি।


বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিলো বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। এবার সেই করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার।


সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বশর্মা বলেন, কিছু কিছু জায়গার নাম তার ঐহিহ্যের সঙ্গে মানায় না। অনের জেলার সমৃদ্ধশালী হেরিটেজ রয়েছে। তার পরেও তারা পুরনো নাম বহন করে চলেছে। তার নাম বদল খুব প্রয়োজন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)