Kuntal Ghosh Bail | Primary TET: নিয়োগ মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের! বেঁধে দেওয়া হল কিছু শর্ত...

Kuntal Ghosh Bail | Primary TET: সম্প্রতি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কুন্তল। যদিও তার বিরোধিতা করে ইডির তরফ থেকে জানানো হয়েছিল তৃণমূল তৎকালীন যুব নেতা গ্রেফতার হওয়ার পরেও কীভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে এত টাকা ঢুকেছে। 

Updated By: Nov 20, 2024, 01:30 PM IST
Kuntal Ghosh Bail | Primary TET: নিয়োগ মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের! বেঁধে দেওয়া হল কিছু শর্ত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের। ২০২৩-এর ২১ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তবে জামিন পেলেও কুন্তলের জেলমুক্তি ঘটছে না এখনই। ১০ লাখ টাকার বন্ড, পাসপোর্ট জমা রাখতে হবে। ট্রায়াল কোর্টের এক্তিয়ারের বাইরে যেতে পারবে না সিবিআই মামলা এখনও রয়েছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Governor CV Ananda Bose: 'কলকাতা পুলিসের একাংশ অপরাধী, রাজনীতি দ্বারা প্রভাবিত, দুর্নীতিগ্রস্ত'!

সম্প্রতি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কুন্তল। যদিও তার বিরোধিতা করে ইডির তরফ থেকে জানানো হয়েছিল তৃণমূল তৎকালীন যুব নেতা গ্রেফতার হওয়ার পরেও কীভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে এত টাকা ঢুকেছে। সেই টাকার সম্পর্কে উত্তর না পাওয়া পর্যন্ত জামিন দেওয়া উচিত হবে না। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.