নিজস্ব প্রতিবেদন: ভোটগণনার আগেই প্রয়াত হলেন ত্রিপুরার মত্স্য ও সমবায়মন্ত্রী খগেন্দ্র জামাতিয়া। ৬৪ বছর বয়সে মারা গেলেন তিনি। ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর জানিয়েছেন, নয়াদিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান নেতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিপিএমের মুখপাত্র গৌতম দাস জানিয়েছেন, গত ১৯ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েন খগেন্দ্র জামাতিয়া। গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্লাড ক্যানসারে ভুগছিলেন জামাতিয়া। তাঁকে স্থানান্তরিত করা হয় দিল্লির এইমসে। সেখানেই শুক্রবার মৃত্যু হয় প্রবীণ সিপিএম নেতার।


১৯৮৩ সালে সিপিএমে যোগ দেন জামাতিয়া। ১৯৮৮ সাল থেকে ৬ বার বিধানসভা নির্বাচন জিতেছেন তিনি। দুদফায় মন্ত্রীও হয়েছেন। এবারও কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছেন তিনি।     


আরও পড়ুন- নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি, মেঘালয়ে পিছিয়ে কংগ্রেস