নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি, মেঘালয়ে পিছিয়ে কংগ্রেস

উত্তর-পূর্বের ৩ রাজ্যে চলছে ভোটগণনা। 

Updated By: Mar 3, 2018, 09:11 AM IST
নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি, মেঘালয়ে পিছিয়ে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: নাগাল্যান্ডে প্রবলভাবে উঠে আসছে বিজেপি। ইতিমধ্যেই তারা এগিয়ে গিয়েছে ১২টি আসনে। শাসক দল এপিএফ ৩টি আসনে এগিয়ে। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।

মেঘালয়ে ৪টি আসনে এগিয়ে বিজেপি। তবে তাদের উত্তর-পূর্বে তাদের শরিক এপিপি এগিয়ে ১১টি আসনে। ভোটের পর জোট সরকার হতে পারে বলে জল্পনা।   

অন্যদিকে, ত্রিপুরায় টি-২০-র স্লগওভারের মতো রুদ্ধশ্বাস লড়াই চলছে বাম-বিজেপির। কখনও বামেরা ব্যবধান বাড়াচ্ছে, তো কখনও আবার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সিপিএম। এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে সিপিএম। বিজেপি ২২টি আসনে। কংগ্রেস ২টি আসনে এগিয়ে। 

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। ত্রিপুরায় ৫৯ আসনেই লড়াই মূলত বাম বনাম বিজেপি। ত্রিপুরায় এবার রেকর্ড ৮৯ শতাংশ ভোট পড়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। ১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে ৪৭টি আসনে লড়াই করছে বিজেপি।  

.