নিজস্ব প্রতিবেদন: লোকসভায় তিন তালাক বিলের তীব্র বিরোধিতা করলেন আসাউদ্দিন ওয়াইসি। লোকসভায় ওয়াইসি বলেন,'এমন আইন এনে মুসলিম মহিলাদের উপরে অত্যাচার করছেন। কেউ পুরুষের বিরুদ্ধে প্রমাণ দেবে না। গ্রেফতার করলে খোরপোষ দিতে পারবেন না স্বামী। তিন বছর বিবাহবন্ধনে আবদ্ধ থাকতে হবে স্ত্রীকে'। আসাউদ্দিনকে পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ পুনম মহাজন। তাঁর কথায়, 'এদেশে বিবাহ পবিত্র সংস্কার। সেটা যে ধর্ম বা জাতই হোক না। সময়ের সঙ্গে সমাজ বদলে যাচ্ছে। ধর্মেও আনতে হবে'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে সনাতনী সংস্কৃতির বিয়ের সঙ্গে ইসলামের বিবাহের ফারাক রয়েছে বলেও মনে করিয়ে দেন আসাউদ্দিন। তাঁর কথায়,'ইসলামে বিয়ে জন্ম-জন্মান্তরের সম্পর্ক নয়। এটাকে তেমন বানানোর চেষ্টা করবেন না। বরং বিবাহ একটা জন্মের চুক্তি'।           



আসাউদ্দিন ওয়াইসি বলেন,'সরকারের মন্ত্রীর উপরে যখন মিটু-র অভিযোগ উঠেছিল, তখন কোথায় ছিল। ২৩ লক্ষ হিন্দু বিবাহবিচ্ছিন্না মহিলার জন্য সরকার কিছুই করছে না'।   


আসাউদ্দিনকে ভারতীয় সংস্কার মনে করিয়ে দেন বিজেপি সাংসদ পুনম মহাজন। বলেন, 'ভারতে বিবাহ পবিত্র সংস্কার, কোনও চুক্তি নয়। সেটা যে ধর্ম বা জাতই হোক কেন। সেই ব্যবস্থাকেই এগিয়ে নিয়ে যেতে চাই। ধর্মের পরিভাষার সঙ্গে সমাজের পরিভাষা বদলে চলেছে। বিশ্ব এগিয়ে চলেছে। ধর্মেও বদল আনতে হবে। হিন্দু ধর্মেও কুপ্রথাগুলির অবসান ঘটিয়েছি আমরা। ১৯৫৬ সালে ডিভোর্স দেওয়ার অধিকার পান মহিলারা'।


বিরোধিতা সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি। সে কারণে ভোটাভুটিতে সহজেই পাশ হয়ে যায় বিলটি। পক্ষে পড়েছে ৩০২টি ভোট। বিপক্ষে ৭৮টি। বিলের বিরোধিতায় ওয়াক আউট করেন কংগ্রেস, তৃণমূল ও জেডিইউ সাংসদরা। 


আরও পড়ুন- রাজনৈতিক দলগুলিকে ভোটের খরচ জোগাক ভারত সরকার, মোদীকে চিঠি মমতার