নিজস্ব প্রতিবেদন: ফের তুষারধস। এবার ঘটনাস্থল লাদাখের খারদুংলা। শুক্রবার জম্মু-কাশ্মীরের ওই জায়গায় তুষার ধস হয়। এর জেরে বরফের নিচে প্রায় দশ জন আটকে পড়েছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অলোক ভার্মার পর রাকেশ আস্থানা, সরিয়ে দেওয়া হল অসামরিক বিমান পরিবহন দফতরে


ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি অভিযানে রয়েছে সেনা ও পুলিস। এখনও পর্যন্ত জানা গিয়েছে, বরফের অন্তত তিনটি গাড়ি আটকে রয়েছে।


সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তিনটি গাড়ি বরফ ভর্তি করার জন্য খারদুংলায় গিয়েছিল। একটি গাড়িতে বরফ ভর্তি করার কাজ শেষ হয়ে গিয়েছিল। অন্য একটি গাড়িতে বরফ ভরার সময় দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: মেলা থেকে জ্যাকেট কিনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


এই ঘটনায় এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বাকি ছ'জনের হদিশ এখনও মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। তাঁদের কী অবস্থায় উদ্ধার করা যাবে, তা সন্দিহান সেনা ও পুলিশ।


প্রসঙ্গত, বৃহস্পতিবারই তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল। কাশ্মীরের ন'টি জেলায় এই সতর্কতা জারি হয়। তার মধ্যে ছিল, অনন্তনাগ, কুলগাম, বড়গাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্দেরবাল, কারগিল ও লে জেলা। তুষারধস প্রবণ এলাকায় কাউকে না যেতেও নিষেধ করা হয়।


আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদার ৯৩ শতাংশই গিয়েছে বিজেপির তহবিলে


বৃহস্পতিবার কাশ্মীর উপত্যকায় ব্যাপক পরিমাণ তুষারধস হয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।