কোটার পর রাজকোট, স্রেফ ডিসেম্বর মাসেই গুজরাটের সরকারি হাসপাতালে মৃত্যু ১৭৯ শিশুর
গুজরাটের ছোটা উদয়পুর জেলায় গত ৯ মাসে মৃত্যু হয়েছে ৬১৪ শিশুর। কোনও কোনও মহলের দাবি জেলা হাসপাতালে কোনও শিশুরোগ বিশেষজ্ঞ নেই
নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের কোটার পর এবার খবরের শিরোনামে গুজরাটের ২ সরকারি হাসপাতাল। কোটায় গত ৩৫ দিনে এক সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। এবার গুজরাটের ২ সরকারি হাসপাতালে শুধুমাত্র ডিসেম্বর মাসেই মৃত্যু হল ১৭৯ শিশু।
পরিসংখ্যান অনুযায়ী গত মাসে রাজকোটের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় ১১১ জনের। অন্যদিকে, জামনগরে ডিসেম্বরে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং নভেম্বরে শিশু মৃত্যুর সংখ্যা ৭১।
আরও পড়ুন-বর্ধমান রেললাইনে মারণ-ফাঁদ, স্থানীয় যুবকের তৎপরতায় বাঁচল যাত্রীদের প্রাণ
দুই রাজ্যে চিত্রটা প্রায় একই। রাজকোট সিভিল হাসপাতালের সুপার মণীশ মেহতা জি মিডিয়াকে জানান, গত ডিসেম্বর মাসেই হাসপাতালে মৃত্যু হয়েছে ১১১ জনের। মৃত শিশুদের অধিকাংশের ওজনই ছিল কম এবং অনেকেই ছিল সেপসিসে আক্রান্ত। এছাড়াও জন্মগত ত্রুটি থাকায় অনেকেই বাঁচানো যায়নি।
গত বছর জামনগরের একাধিক সরকারি হাসপাতালে মৃত্যু হয় ৬৩৯ শিশুর। ফলে অবস্থা যে এবছরও উন্নতি হয়নি তা একপ্রকাশ স্পষ্ট। খোদ আহমেদাবাদ সিভিল হাসপাতালের অবস্থাও করুণ। হাসপাতালের সুপার গুনবন্ত ঠাকোর সংবাদমাধ্যমে বলেন, ডিসেম্বর মাসে হাসপাতালে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। শুধু তাই নয় হাসপাতালে প্রতিমাসেই গড়ে মৃত্যু হয় ৬০-৭০ শিশুর ।
আরও পড়ুন--মার্কিন সংঘাতের প্রভাব! টানা ৪ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
অন্যদিকে, গুজরাটের ছোটা উদয়পুর জেলায় গত ৯ মাসে মৃত্যু হয়েছে ৬১৪ শিশুর। কোনও কোনও মহলের দাবি জেলা হাসপাতালে কোনও শিশুরোগ বিশেষজ্ঞ নেই। জেলার সরকারি হাসপাতালে রয়েছেন মাত্র ২৮ সরকারি চিকিত্সক।