বর্ধমান রেললাইনে মারণ-ফাঁদ, স্থানীয় যুবকের তৎপরতায় বাঁচল যাত্রীদের প্রাণ

হাজার মানুষের নিশ্চিত মৃত্যুর ছবি ভেসে ওঠে ওই যুবকে চোখে। কী করবেন প্রথমে বুঝে উঠতে পারছিলেন না। দৌড়ে চলেন স্টেশনের দিকে...

Updated By: Jan 5, 2020, 02:41 PM IST
বর্ধমান রেললাইনে মারণ-ফাঁদ, স্থানীয় যুবকের তৎপরতায় বাঁচল যাত্রীদের প্রাণ

নিজস্ব প্রতিবেদন: বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই। ফের বিপত্তি ঘটছিল। যদিও অল্পের জন্য আরও এক বড় বিপদ থেকে বাঁচল বর্ধমান। এক যুবকের তত্‍পরতাতেই আটকেছে ট্রেন দুর্ঘটনা। বর্ধমানে স্টেশন বিপর্যয়ের পর আবারও বিপদের মুখে পড়তে বসেছিলেন ট্রেন যাত্রীরা। তবে বরাত জোরেই বাঁচল প্রাণ। 

পাল্লা রোড স্টেশন থেকে দুশো মিটার দূরে রেল লাইনে ফাটল নজরে আসে সুরজ ঘোষ নামে এক যুবকের। ওই লাইন দিয়ে তখন আসার কথা ছিল বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকাল। হাজার মানুষের নিশ্চিত মৃত্যুর ছবি ভেসে ওঠে ওই যুবকে চোখে। কী করবেন প্রথমে বুঝে উঠতে পারছিলেন না। দৌড়ে চলেন স্টেশনের দিকে। একটু  দূরেই দেখা মেলে রেলকর্মীর। তাঁদের কাছেই ওত পাতা বিপদের কথা উগরে দেন সুরজ।  দুই কর্মী ট্রেন থামানোর ব্যবস্থা করেন। 

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

দ্রুত ঘটনাস্থলে পৌছন রেলের মেরামতি কর্মীরা। শুরু হয় ফাটল মেরামতির কাজ। ঘণ্টাখানেকের মধ্যেই ফের স্বাভাবিক হয় রেল পরিষেবা। সুরজের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ট্রেন যাত্রীরাও। 

.