জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৮ জনের। বাসের মধ্যে আটকে রয়েছেন আরও ৩৫ জন। সোমবার সকাল নটা নাগাদ উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মারচুলা সল্ট এলাকায়। পরিস্থিতি এমনই যে বাসটি ও আহত যাত্রীদের উদ্ধার করতে ডাকা হয়েছে এনডিআরএফকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কালিয়াচকের পর ক্যানিং! ফের সালিশি সভায় মহিলাকে নির্যাতন...


পুলিস সূত্রে খবর, বাসটি নৈনি ডান্ডা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে সারদ বেন্ড নামে একটি জায়গায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ৪২ আসনের বাসটিতে আসন সংখ্যার থেকে অনেক বেশি যাত্রী ছিল।


আলমোড়ার পুলিস সুপার দেবেন্দ্র পিনচা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকজন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর ধামি নিহতদের পরিবারপিছু ৪ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ১ লাখ টাকা। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা জানতে ম্যাজিস্ট্রট পর্যায়ের তদন্তের আদেশ দিয়েছেন।


এক্স হ্যাল্ডেলে করা একটি পোস্টে ধামি লিখেছেন, আলমোড়ায় যে বাস দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস ও এনডিআরএফ দুর্ঘটনাস্থলে কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের এয়ার লিফট করে হাসপাতালে পাঠানো হবে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)