নিজস্ব প্রতিবেদন: রবিবার ভোরে দুর্ঘটনার কবলে দিল্লি গামী সীমাঞ্চল এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ ঘটা এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, গুরুতর আহত অসংখ্য যাত্রী। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল সূত্রে খবর, শাহাদাই বুজুর্গের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি। ইতিমধ্যেই শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসকের দু’টি দল পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। শুরু হয়ে গিয়েছে উদ্ধার ও ত্রাণের কাজও। রেল মন্ত্রী পীযুষ গোয়েল টুইট করে এ কথা জানিয়েছেন।


Rescue and relief operations are on for derailment of 9 coaches of Jogbani-Anand Vihar Terminal Seemanchal express at Sahadai Buzurg, Bihar.



রেল মন্ত্রকের পক্ষ থেকে শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।


হেল্পলাইন নম্বরগুলি হল:


১) ০৬১-৫৮২২-১৬৪৫,


২) ০৬২-২৪২৭-২২৩০,


৩) ০৬২-৭৯২৩-২২২২।