জলপ্রপাত থেকে গড়িয়ে পড়া বোল্ডারের আঘাতে নিহত ৭ পর্যটক, আহত ২৬
রেসি পুলিস জানিয়েছে, ধ্বংস্তূপের মধ্যে আটকে রয়েছে বহু পর্যটক। ফলে মৃতের সংখ্যা স্বাভাবিকভাবে বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদন: জলপ্রপাতের জলধারার মধ্যেই লুকিয়ে ছিল মৃত্যুদুত। নিঃশব্দে তা নেমে এল হুল্লোড়ে মত্ত পর্যটকদের ওপরে।
আরও পড়ুন-গত ২ বছরে ৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে এসেছেন: নরেন্দ্র মোদী
রবিবার জম্মু ও কাশ্মীরের রেসিতে সিয়ার বাবা জলপ্রপাতে জলের সঙ্গে গড়িয়ে ওপর থেকে গড়িয়ে পড়ল ভারী ভারী বোল্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ পর্যটকের। পরে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আহত ২৬। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই জলপ্রপাতের জলে স্নান করছিলেন বেশকিছু লোকজন। তাদের ওপরেই নেমে আসে বিশাল পাথরের চাঁই। জানিয়েছেন, রেসির পুলিস সুপার তাহির সাজ্জাত বাট।
আরও পড়ুন-পরিবর্তন দেখতে অমর্ত্যকে দেশে সময় কাটানোর পরামর্শ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের
রেসি পুলিস জানিয়েছে, ধ্বংস্তূপের মধ্যে আটকে রয়েছে বহু পর্যটক। ফলে মৃতের সংখ্যা স্বাভাবিকভাবে বাড়তে পারে। রেসিতে ওই জলপ্রপাতের উচ্চতা কমপক্ষে একশো ফুট। ফলে এটি পর্যটকের কাছে একটি আকর্ষনীয় স্থান। আর তা দেখতে এসেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা।