নিজস্ব প্রতিবেদন: ভারতেই এবার তাদের নতুন অ্যাসল্ট রাইফেল তৈরি করবে রুশ অস্ত্র নির্মাতা সংস্থা কালাশনিকভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমেঠির করওয়ারের অস্ত্র কারখানায় কালাশনিকভের ওই রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর মোদীর। তবে এখানে তৈরি হবে না একে ৪৭-রাইফেল। পরিবর্তে কালাশনিকভ এখানে তৈরি করবে একে-২০৩ রাইফেল।


আরও পড়ুন-‘বিমানহানা নিয়ে বিরোধীরা যা বলছে তাতে তালি বাজছে পাকিস্তানে’


গত বছর এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কালাশনিকভের একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭৫০,০০০ একে-২০৩ রাইফেল তৈরি করা হবে। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী দেশের তিন বাহিনীতে ব্যবহৃত ইনসাস রাইফেলের জায়গা নেবে এই একে-২০৩ রাইফেল।



উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সিগ সাওয়ার অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি করেছে। দেশের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গিদের সঙ্গে লড়াই করছে তাদের হাতে ওই অস্ত্র তুলে দেওয়া হবে। তার পরেও ওই বিপুল সংখ্যক একে ২০৩ রাইফেল তৈরির পরিকল্পনা করেছে সরকার।


আরও পড়ুন-বীরভূমে ফের প্রবল বিস্ফোরণ, অনুব্রতর খাসতালুকে উড়ে গেল ২টো বাড়ি


জেনে নিন এই রাইফেলের বৈশিষ্ট


এই রাইফেলের বাট ভাঁজ করে বা লম্বা করে ব্যবহার করা যায়।


জোড়া যায় টেলিস্কোপ।


এর সঙ্গে দুটি স্ট্যান্ড জোড়া যায়।


ওজন ৪১০০ গ্রাম।


প্রতি মিনিটে ৬০০ রাউন্ড গুলি চালানো যায়।