নিজস্ব প্রতিবেদন : ভোরের আলো ফোটার আগেই জ্বলে উঠল দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেস। চার তলা এই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২৭টি ইঞ্জিন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগুনের আতঙ্কে প্রাণ বাঁচাতে চার তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায় তিন জনকে। মারণ ঝাঁপে শিশু সহ ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।



আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।  তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন - নাগরিকত্ব বিলের প্রতিবাদ! ভারতরত্ন সম্মান গ্রহন করবে না ভূপেন হাজারিকার পরিবার