জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'পুষ্পা ২: দ্য রুল' ছবিকে কেন্দ্র করে উন্মাদনা ছিল সিনেমাপ্রেমীদের মধ্যে। ছবির মুক্তির অপেক্ষায় ছিলেন অনিগামীরা। গতকাল, বুধবার সন্ধ্যায় হায়দরাবাদে একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।  সেই প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে উপস্থিত হয়েছিলেন ছবির মূল চরিত্রে অভিনয় করা অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী রশ্মিকা মান্ধানা। তাঁদের দেখতেই ব্যাপক ভিড় জমায় সিনেমাপ্রেমী থেকে আল্লুর ভক্তরা। আর সেই ভিড়ের জেরেই ঘটে গেল বিপত্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kerala: আড়াই বছরের শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত! দোষ ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব...


পুলিস সূত্রে খবর, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতার নয় বছরের সন্তান। বুধবার ওই প্রেক্ষাগৃহে নিজের দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন ওই মহিলা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ আল্লু অর্জুন আসতেই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না।


ভিড়ের চাপে ভেঙে যায় লোহার গেট। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেবতী। পুলিস জানিয়েছেন, সন্ধ্যা প্রেক্ষাগৃহে গতকাল, বুধবার গভীর রাত পর্যন্ত ব্যাপক ভিড় ছিল। সেই কারণে প্রিমিয়ারের শেষে অভিনেতা আল্লু অর্জুনকে পুলিসি পাহারায় হলের ভিতর থেকে বের করতে হয়েছিল।   


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)