ওয়েব ডেস্ক : ১০ মাসের শিশুকন্যার ওপর অমানবিক নি‌র্যাতন। ডে কেয়ার সেন্টারে। সেই বীভত্স ছবি ধরা পড়ল সিসিটিভিতে। নভি মুম্বইয়ের এই ছবি দেখে শিউড়ে উঠেছে গোটা দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, পূর্বা ডে কেয়ার সেন্টার নামে ওই কেন্দ্রে চাকুরিরত পরিবারের শিশুসন্তানদেরই দেখভালের জন্য রাখা হত। এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে, ১০ মাসের শিশুকন্যাকে শান্ত করতে প্রথমে মারধর। তাতেও শান্ত না হলে ওই শিশুকন্যাকে বার বার মাটিতে আছড়ে ফেলতে থাকে ওই পরিচারিকা। মারের চোটে জ্ঞান হারায় ওই শিশু। অভিযুক্ত সেই পরিচারিকার নাম আফসানা শেখ। গুরুতর জখম ওই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আফসানা শেখকে এবং ওই ডে কেয়ার সেন্টারের মালিককে গ্রেফতার করেছে খারগড় থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দেখুন সেই অমানবিক ভিডিওটি,



আরও পড়ুন, 'ও মা, একবার তাকাও না', হস্তিশাবকের ভিডিওটি চোখে জল আনবেই