জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে ভয়ঙ্কর তুষার ধসের কবলে শিক্ষার্থী পর্বতারোহীর একটি দল। এখনওপর্যন্ত ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ পর্বতারোহীর খোঁজে চলছে জোরদার তল্লাশি। নিহত ওইসব পর্বতারোহীরা সবাই একটি মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্র। পাহাড়ে ওঠার সময় তাদের উপরে আছড়ে পড়ে বিশাল একটি তুষার ধস। সংস্থার প্রধান সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনওপর্যন্ত ৮ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


উত্তরকাশীর ওই পর্বতারোহন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ ছিলেন পাহাড়ের ১৬ হাজার ফিট উচ্চতায়। সেখানেই সকাল ৯টা নাগাদ তাদের উপরে আছড়ে পড়ে ভয়ঙ্কর এক তুষার ধস। উত্তরাখণ্ডের পুলিস প্রধান অশোক কুমার জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধারে কাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা। পাহাড়ের ১৩  হাজার ফুট উচ্চতার একটি জায়গা থেকে কপ্টারে চড়িয়ে আহতদের দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 


দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি জানিয়েছেন, এনডিআরএফ, রাজ্যের উদ্ধারকারী দল ও আইটিবিপি-র জওয়ানবরা উদ্ধারকাজে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্যের তরফে নিরাপদে দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্থরা আটকে রয়েছেন দ্রৌপদীর ডান্ডা পাহাড়ে।


ওই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ওই উচ্চতার তুষারই সবচেয়ে বড় বিপদ। ফলে ধসের সম্ভাবনা থেকেই যায়। জঙ্গল চোট্টি থেকে প্রায় ২ দিন ট্রেক করে ওই জাগায় পৌঁছতে হয়। দুর্ঘটনার কবলে পড়েছে মোট ৪১ জন। এগদের মধ্য়ে রয়েছেন ৭ জন ট্রেনার।      


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)