নিজস্ব প্রতিবেদন: একাই যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন বায়ুসেনার আধিকারিক অবনী চতুর্বেদী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একাই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ায় তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বায়ুসেনা জানিয়েছে, সোমবার গুজরাটের জামনগর থেকে উড়ান শুরু করেন অবনী। ২০১৬ সালের জুন থেকে যুদ্ধবিমানের চালক হিসেবে অন্তর্ভূক্তি হয়েছিল অবনীর। তিনি ছাড়া সেই দলে ছিলেন ভাবনা কান্ত ও মোহানা সিং। এই তিন জনই ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের মহিলা যুদ্ধবিমান চালক। অবনীর সাফল্যের উচ্ছ্বসিত তাঁর পরিবার। মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা অবনীর মা সবিতা দেবীর দাবি, কল্পনা চাওলা হওয়ার স্বপ্ন দেখত অবনী। বায়ুসেনায় যোগদানের পরিকল্পনা নিয়ে বাড়িতে কিছু জানাননি। সুযোগ পাওয়ার পরই পরিবারকে জানিয়েছিলেন অবণী। 



অবনীকে সেলাম জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। রেলমন্ত্রী থেকে আম আদমি- সকলের মুখেই প্রশংসা ভারতের বীরঙ্গনার।  


আরও পড়ুন- রেল কর্মীর তৎপরতায় চলন্ত ট্রেনের তলায় ‌যেতে ‌যেতে বাঁচলেন মহিলা