Salary Hike: দেশে চাকরিজীবীদের এবার বেতন বাড়বে কতটা, কী বলছে সমীক্ষা
Salary Hike: বেতন বৃদ্ধি ডাবল ডিজিটেই থাকবে। বলা হচ্ছে টেকনোলজি সম্পর্কিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের বেতন বাড়বে। ই-কমার্সে যারা কাজ করেন তাদের বেতন বাড়তে পারে ১২.৫ শতাংশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের অর্থনীতি। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে এবার দেশের চাকরিজীবীদের বেতন কতটা বাড়বে। একটি সমীক্ষা বলছে এবার চাকুরিজীবীদের বেতন বাড়তে পারে গড়ে ১০.২ শতাংশ। ই ওয়াই ইন্ডিয়া-র 'ফিউচার অব পে' সার্ভেটি বলছে গত বছরের তুলনায় এবার বেতন বাড়লেও সেই বৃদ্ধি হবে আগের বছরের তুলনায় সামান্য কম।
আরও পড়ুন-তৃণমূল বিধায়কের লেটারহেড প্রাইমারিতে চাকরির সুপারিশ, পার্থর কাছে পাঠানো হয় ১১ নাম
যারা উচ্চপদে কাজ করেন তাদের বেতন আগের বছরের তুলনায় বাড়বে। তবে বাকীদের আগের বছরের তুলনায় বেতন সামান্য কমবে। বেতন বৃদ্ধি ডাবল ডিজিটেই থাকবে। বলা হচ্ছে টেকনোলজি সম্পর্কিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের বেতন বাড়বে। ই-কমার্সে যারা কাজ করেন তাদের বেতন বাড়তে পারে ১২.৫ শতাংশ। আইটি সেক্টরে এই হার হতে পারে ১০.৮ শতাংশ।
গতবার ভ্য়ারিয়েবেল পে গতবছর বেড়েছিল ১৫.৬ শতাংশ। তার আগের বার তা ছিল ১৪ শতাংশ। এবার টেলিকমিউনিকেশন সেক্টরে ১৩.৭ শতাংশ ভ্য়ারিয়েবল পে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দেশে যেসব ক্ষেত্রগুলি দিন দিন বাড়ছে সেগুলি হল ই-কমার্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল পরিষেবা, হেলথকেয়ার, রিটেল, লজিস্টিকস, ফাইনানসিয়াল টেকনোলজি। এইসব ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের বেতন বেশ কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কমপিউটিংয়ের চাহিদা বেড়ে চলেছে। এদের বেতত ১৫ শতাংশের বেশি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।