ওয়েব ডেস্ক: এবার মন্ত্রীদের আচরণবিধি বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, পাঁচতারা হোটেলে রাত্রি‌যাপন এড়িয়ে চলতে হবে তাঁর মন্ত্রিসভার সদস্যদের। এড়িয়ে চলতে হবে বেসরকারি সংস্থার আতিথেয়তা। এমনকী বেসরকারি সংস্থার গাড়িও ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে মোদী বলেন, কিছু মন্ত্রীর ভিতর সরকারি আবাসের বদলে সফরে গিয়ে পাঁচতারা হোটেলে থাকার প্রবণতা দেখা ‌যাচ্ছে। ‌যা মোটেও ভাল নয়। এই অভ্যাস ছাড়তে হবে ওই মন্ত্রীদের। সফরে গিয়ে থাকতে হবে সরকারি আবাসেই। মন্ত্রীদের এহেন আচরণ মোটেই গ্রহণ‌যোগ্য নয় বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। 


এছাড়া মন্ত্রীরা বিভিন্ন বেসরকারি সংস্থার গাড়ি ব্যবহার করছেন বলে তাঁর কাছে খবর রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। মন্ত্রী ও তাঁর পরিজনরা মন্ত্রকের সঙ্গে ‌যুক্ত বেসরকারি সংস্থার গাড়ি ব্যবহার করছেন বলে খবর পেয়েছেন মোদী। অবিলম্বে বেসরকারি সংস্থার গাড়ির অপব্যবহার রুখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি। 


প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিকে এক চুলও বরদাস্ত করবেন না তিনি। ২০১৯-এর নির্বাচনের আগে তাঁর মন্ত্রিসভার গায়ে দুর্নীতির দাগ লাগুক তা চাননা তিনি।


আরও পড়ুন, নীতীশ-শরদ বিবাদ তুঙ্গে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শরদ ‌যাদব