জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানুয়ারির ২২ তারিখে উদ্বোধন অযোধ্যার রামমন্দিরের। উদ্বোধনের আগে এখন চলছে শেষ মুহূর্তের জোরালো প্রস্তুতি। অযোধ্যার রামমন্দিরের মূল গর্ভগৃহে প্রতিষ্ঠা পাওয়ার দৌড়ে রয়েছে রামলালার ৩ মূর্তি! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র বলেন যে, রামলালার মূর্তি তৈরি সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিতে নির্বাচিত রামলালার মূর্তিকেই আগামী মাসে 'প্রাণ প্রতিষ্ঠার' জন্য নিয়ে আসা হবে। শুক্রবার বৈঠকে বসেছিল ট্রাস্ট। সেই বৈঠকেই রামলালার মূর্তি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়। ভোটিংয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত।


কী কী মাপকাঠিতে নির্বাচন করা হয়েছে রামলালার সেই মূর্তি? বিমলেন্দ্র মোহন প্রতাপ জানিয়েছেন, আপনি যখন একবার সেই মূর্তি দেখবেন, মনে হবে সেই মূর্তি আপনার সঙ্গে যেন কথা বলছে! আপনি আশ্চর্য হয়ে যাবেন! অবাক হবেন! এমনকি যদি অনেকগুলি মূর্তিকেও পাশাপাশি রাখা হয়, তবে সর্বোত্তমের উপরই আপনার চোখ আটকাবে। আমি আমার ভোট দিয়েছি। এবার চম্পত রাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ভোটিং পদ্ধতি রয়েছে। যার মাধ্যমে আমরা আমাদের পছন্দ জানিয়েছি। চম্পত রাই হলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সেক্রেটারি।


এর আগেই বুধবার ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই জানান, একটি ৫১ ইঞ্চি উঁচু রামের মূর্তি যার মধ্যে কিনা আবার ৫ বছর বয়সী শিশু রামলালার প্রতিবিম্বও আছে, এরকমই একটি মূর্তিকে বাছা হয়েছে ৩টি নকশার মধ্যে। এমন এক মূর্তি যারমধ্যে দেবত্ব সর্বোত্তমভাবে রয়েছে আবার শিশুসুলভ দর্শনও রয়েছে। মন্দির আধিকারিকরা জানিয়েছেন, ১৬ জানুয়ারি থেকে শুরু হবে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। ৭ দিন ব্যাপী চলবে সেই অনুষ্ঠান। একদম শেষ দিন ২২ জানুয়ারি, সকালের পূজার পর রামলালার মূর্তি মৃগাঙ্ক নক্ষত্রে স্থাপন করা হবে।


আরও পড়ুন, PM Modi In Ayodhya: বাড়িতে প্রদীপ জ্বালান, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ভক্তদের অযোধ্যায় না আসার আহ্বান প্রধানমন্ত্রীর



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)