৫ বছরের কম বয়সীদের জন্য চালু হল নীল রঙের ‘বাল আধার’
কোনও রকম বায়েমেট্রিক তথ্য ছাড়াই তৈরি হয়ে যাবে এই ধরনের আধার কার্ড। তবে শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে বড়দের মতোই বায়োমেট্রিক-সহ সব তথ্য দিতে হবে
নিজস্ব প্রতিবেদন: বড়দের পাশাপাশি এবার শিশুদেরও আনা হাচ্ছে আধারের আওতায়। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সরকার চালু করেছে এক ধরনের নীল রংয়ের আধার কার্ড। এই কার্ডকে বলা হচ্ছে‘বাল আধার’।
আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও রকম বায়েমেট্রিক তথ্য ছাড়াই তৈরি হয়ে যাবে এই ধরনের আধার কার্ড। তবে শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে বড়দের মতোই বায়োমেট্রিক-সহ সব তথ্য দিতে হবে। আবার বয়স ১৫ হলে ফের একবার আধার তথ্য নেওয়া হবে।
অারও পড়ুন-'শ্রীদেবীর কোনও হৃদরোগ রোগ ছিল না'
জেনে নিন বাল আধার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য-
* ১ বছরের বেশি বয়সের শিশুরা ‘বাল আধার’ এর জন্য আবেদন করতে পারবে।
* শিশুর বয়স ৫ বছর না হওয়া পর্যন্ত আঙুলের ছাপ সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য লাগবে না।
* পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধারের সঙ্গে তাদের বাবা-মা-র আধার ডিটেল লিঙ্ক করা থাকবে।
* শিশুর বয়স ৫ বছর হলে, তার বায়েমেট্রিক তথ্য নেওয়া হবে। বয়স ১৫ হলে ফের একবার আধারের তথ্য নেওয়া হবে।