লালুপ্রসাদ `ভারতীয় রাজনীতির সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতীক` বললেন যোগগুরু রামদেব
লালুপ্রসাদ যাদবকে `ভারতীয় রাজনীতির সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতীক` বলে বর্ণনা করলেন যোগগুরু বাবা রামদেব। লালুপত্নী রাবড়ি দেবী জানিয়েছেন যে, আজ (শুক্রবার) লালুপ্রসাদকে দেখতে এসেছিলেন যোগগুরু। কারণ, কিছুদিন যাবত্ বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর শরীর ভাল যাচ্ছে না।
ওয়েব ডেস্ক: লালুপ্রসাদ যাদবকে "ভারতীয় রাজনীতির সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতীক" বলে বর্ণনা করলেন যোগগুরু বাবা রামদেব। লালুপত্নী রাবড়ি দেবী জানিয়েছেন যে, আজ (শুক্রবার) লালুপ্রসাদকে দেখতে এসেছিলেন যোগগুরু। কারণ, কিছুদিন যাবত্ বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর শরীর ভাল যাচ্ছে না।
আরও পড়ুন- সিবিআই প্রধান হিসাবে আপাতত আস্থানায় আস্থা কেন্দ্রের
জানা গেছে, সুস্থ থাকার জন্য রামদেব বেশ কিছু যোগাসনও শিখিয়ে দিয়েছেন লালুপ্রসাদকে। প্রসঙ্গত, এই বছরের প্রথম দিকে লালুপ্রসাদকে দেখা গিয়েছিল বাবা রামদেবের ভূয়সী প্রশংসা করতে। সেসময় লালুপ্রসাদ যোগগুরুকে উপদেশ দিয়েছিলেন সাবধানে থাকার জন্য। কারণ হিসাবে লালু বলেছিলেন যে, রামদেবের শত্রুর অভাব নেই তাই তাঁর সচেতন থাকা উচিত।